Home
Published: 2017-08-18 02:02:58

নিউজ আগামীঃ

ঈদুল আযহা উপলক্ষে শুক্রবার সকাল থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ দেওয়া হচ্ছে ২৭ আগস্টের ট্রেনের টিকিট। ভোর থেকেই রাজধানীর কমলাপুর রেলস্টেশনে টিকিট প্রত্যাশীরা ভিড় করেছেন।

 

এর আগে বৃহস্পতিবার রেলভবনে এক বৈঠকের পর সাংবাদিকদের সামনে ট্রেনের আগাম টিকেট বিক্রির সূচি তুলে ধরেন রেলমন্ত্রী মুজিবুল হক।

 

মন্ত্রী জানান, ১৮ থেকে ২২ অগাস্ট ঢাকার কমলাপুর ও চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ঈদযাত্রার আগাম টিকেট বিক্রি হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কাউন্টারে এই টিকেট পাওয়া যাবে।

মন্ত্রী আরও জানান, বর্ষায় দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকায় ট্রেনের ওপর এবার বাড়তি চাপ পড়বে এবং সেই চাপ সামলাতে রেলওয়ে সব প্রস্তুতি গ্রহণ করেছে।

কোন দিন পাওয়া যাবে কোন তারিখের টিকেট

 

১৮ আগস্ট বিক্রি হবে ২৭ আগস্টের টিকেট

 

১৯ আগস্ট বিক্রি হবে ২৮ আগস্টের টিকেট

 

২০ আগস্ট বিক্রি হবে ২৯ আগস্টের টিকেট

২১আগস্ট বিক্রি হবে ৩০ আগস্টের টিকেট

২২ আগস্ট বিক্রি হবে ৩১ আগস্টের টিকেট

ব্রেকিং নিউজঃ
Widget by:Baiozid khan