Home
Published: 2017-07-31 23:45:34

নিউজ আগামীঃ

‘চিন্তা করো না, দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরবা’ -হাসপাতাল থেকে রওনা হওয়ার আগে খালেদ মাহমুদকে বলা বিসিবি সভাপতি নাজমুল হাসানের এই কথার জবাবে চোখ খুলে সুজন কাঁপা কাঁপা কণ্ঠে শুধু বললেন, ‘দোয়া করবেন।’

গুরুতর অসুস্থ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া হয়েছে। সেখানে তাকে গ্লেনিয়াগ্লেস হাসপাতালে ভর্তি করা হবে।

সোমবার রাত ১১.৫০ মিনিটে সুজনকে ইউনাইটেড হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে ওঠানো হয়। তার কিছুপরই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয় অ্যাম্বুলেন্সটি। বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হবে।

সুজনের সঙ্গে সিঙ্গাপুরে যাচ্ছেন বিসিবির চিকিৎসক মনিরুল আমিন ও ক্রিকেট তারকার বড় ভাই। বিমানবন্দরের উদ্দেশ্যে হাসপাতাল ছাড়ার সময় সুজনের পাশে নিকটাত্মীয় ছাড়াও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, বোর্ড পরিচালকদের অনেকেই উপস্থিত ছিলেন।

ব্রেকিং নিউজঃ
Widget by:Baiozid khan