Home
Published: 2017-04-25 23:53:12

নিউজ আগামীঃ

দেশের ১০টি শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের  পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে আগামী ৪ মে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মঙ্গলবার রাতে চ্যানেল অাই অনলাইনকে এ কথা জানান।

শিক্ষামন্ত্রী ওই দিন সকালে বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তর করবেন।

এরপর তিনি সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন। পরে ফলাফল পাওয়া যাবে শিক্ষাবোর্ডের ওয়েবসাইট, নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে।

২ ফেব্রুয়ারি শুরু হওয়া এসএসসি ও সমমান পরীক্ষায়  ১০টি শিক্ষা বোর্ডের ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। মোট পরীক্ষার্থীর মধ্যে ৯ লাখ ১০ হাজার ৫০১ জন ছাত্র ও ৮ লাখ ৭৬ হাজার ১১২ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিয়েছিল।

 

নিউজ আগামী/স

ব্রেকিং নিউজঃ
Widget by:Baiozid khan