Home
Published: 2017-04-15 00:23:09

নিউজ আগামী:

মানুষের জীবনাচারে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো এক গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। তার মধ্যে ফেসবুক অন্যতম। বর্তমানে বিশ্বের অর্ধেকের বেশি ইন্টারনেট ব্যবহারকারীর ফেসবুক অ্যাকাউন্ট আছে।

ফেসবুক ব্যবহারকারীর দিক থেকে বিশ্বের শহরগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে ঢাকা। সক্রিয় ফেসবুক ব্যবহারকারীর তালিকায় প্রথম স্থানে আছে থাইল্যান্ডের ব্যাংকক এবং তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা।

‘উই আর সোশ্যাল’ এবং ‘হোটস্যুট’ নামে দুটি প্রতিষ্ঠানের করা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিষ্ঠান দুটির প্রতিবেদন অনুসারে, ঢাকায় ফেসবুক ব্যবহারকারী দুই কোটি ২০ লাখ। ঢাকার আশপাশের এলাকার ফেসবুক ব্যবহারকারীদেরও এই জরিপে রাখা হয়েছে।

তবে দেশ হিসেবে সবচেয়ে বেশি সক্রিয় ফেসবুক ব্যবহারকারী যুক্তরাষ্ট্রে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত।

নিউজ আগামী/রেজাউল

 

ব্রেকিং নিউজঃ
Widget by:Baiozid khan