Home
Published: 2017-04-11 02:25:34

নিউজ আগামী:

সৌদি আরবের রাজপুত্র সাদ বিন ফয়সাল বিন আবদুল আজিজ আল সৌদ মারা গেছেন। স্থানীয় সময় সোমবার রাতে সৌদি রয়্যাল আদালত তার মৃত্যুর বিষয়টি ঘোষণা করে।

সৌদি প্রেস অ্যাজেন্সি (এসপিএ) জানায়, মঙ্গলবার বাদ আছর মক্কার গ্র্যান্ড মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। তবে তার মৃত্যুর বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

রাজপুত্র সাদ বিন ফয়সালে মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ ও প্রধানমন্ত্রী রাজপুত্র খলিফা বিন সালমান আল খলিফা।

নিউজ আগামী/রেজা

 

ব্রেকিং নিউজঃ
Widget by:Baiozid khan