Home
Published: 2016-12-06 10:44:18

নিউজআগামীঃ

 

সিলেটের জৈন্তাপুরে পটকা মাছ খেয়ে একই পরিবারের তিনজনসহ পাঁচজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। আরও দুইজন হাসপাতালে ভর্তি আছেন এ ঘটনায়।

জানা গেছে, দরবস্ত ইউনিয়নের উত্তরমহাল গ্রামের আব্দুর রহিম (৬৫), তার ছেলে লোকমান মিয়া (২০) ও সুলেমান মিয়া (২৬) এবং তাদের পার্শ্ববর্তী ঘরের মনি (৭) ও রহিম (১০) পটকা মাছ খেয়ে মারা যান।

নিহতদের পারিবারিক সূত্র জানায়, সোমবার রাতে জৈন্তাপুরের দরবস্ত বাজার থেকে আব্দুর রহিম ও পার্শ্ববর্তী ঘরের আনিসুল হক পটকা মাছ কিনে আনেন। রাতের খাবার খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন আনিসুলের ছেলে জয়নাল মিয়া। তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। এরপর একে একে হাসপাতালে ভর্তি হন আব্দুর রহিম, তার ছেলে লোকমান মিয়া, সুলেমান মিয়া ও তাদের পার্শ্ববর্তী ঘরের মনি ও রহিম এবং তাদের মা হোসনা বেগম। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল থেকে দুপুরের বিভিন্ন সময়ে মারা যান পাঁচজন।

জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করেছেন।

 

নিউজআগামী/ উজ্জল

 

ব্রেকিং নিউজঃ
Widget by:Baiozid khan