Home
Published: 2016-12-02 02:15:09

নিউজআগামীঃ

 

গ্রিডবহির্ভূত এলাকায় বাসাবাড়ি থেকে শুরু করে সেচকার্যে সোলার বিদ্যুৎের ব্যবহারের পর এবার ইজিবাইকেও সৌর বিদ্যুৎের ব্যবহার শুরু হতে যাচ্ছে। টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) এর SREPGen প্রকল্পের আর্থিক অনুদানে এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীন পল্লী বিদ্যুৎ সমিতির নিজস্ব অর্থায়নে দেশের ৪টি স্থানে সোলার চার্জিং স্টেশন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, গাজীপুর এবং কুমিল্লাতে চারটি ২০-২২ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার চার্জিং স্টেশন SREPGen প্রকল্পও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহযোগিতায় সংশ্লিষ্ট এলাকার পল্লী বিদ্যুৎ সমিতি স্থাপন করতে যাচ্ছে।

SREPGenপ্রকল্প ও সংশ্লিষ্ট এলাকার পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে এ বিষয়ক অর্থনৈতিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বুধবার (৩০ নভেম্বর) ৪.০০ ঘটিকায় স্রেডা'র বোর্ড রুম মহানন্দাতে (আইইবি ভবন, ১১তম তলা, রমনা, ঢাকা) অনুষ্ঠিত হয়। চুক্তিতে স্রেডার পক্ষে জনাব শেখ ফয়েজুল আমীন, যুগ্মসচিব (উন্নয়ন), বিদ্যুৎ বিভাগ এবং পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষে স্ব স্ব জেনারেল ম্যানেজারগণ স্বাক্ষর করবেন।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যেউপস্থিত ছিলেন মোঃ আনোয়ারুল ইসলাম সিকদার এনডিসি, চেয়ারম্যান, স্রেডা; মেজর জেনারেল মঈন উদ্দিন, চেয়ারম্যান, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড; রহমত উল্লাহ মোঃ দস্তগীর এনডিসি, অতিরিক্ত সচিব (পরিকল্পনা ও নবায়নযোগ্য জ্বালানি), বিদ্যুৎ বিভাগ; জনাব সিদ্দিক জোবায়ের, সদস্য, স্রেডা; কে, এম, আব্দুস সালাম , সদস্য, স্রেডা; মোঃ আলাউদ্দিন, যুগ্মসচিব (নবায়নযোগ্য জ্বালানি), বিদ্যুৎ বিভাগ প্রমুখ। 

নবায়নযোগ্য জ্বালানি প্রসারের লক্ষ্যে সারাদেশে আরও সোলার চার্জিং স্টেশন স্থাপনের লক্ষ্যে সরকার কাজ করছে। যেসব এলাকায় বিদ্যুৎচালিত ইজিবাইক অথবা রিক্সার ঘনত্ব বেশী সেসব এলাকায় প্রথমে সোলার চার্জিং স্টেশন বসানো হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। সাইট নির্বাচনের ক্ষেত্রে পর্যাপ্ত সূর্যালোক পাওয়া যায় এমন ফিলিং স্টেশন/ ভবনের অব্যবহৃত ছাদ/ পতিত খোলা জায়গা প্রাধান্য দেয়া হবে বলে স্রেডার চেয়ারম্যান উল্লেখ করেন।

নিউজআগামী/ উজ্জল

ব্রেকিং নিউজঃ
Widget by:Baiozid khan