Home
Published: 2016-06-20 02:09:09

নিউজ আগামীঃ

১৮ সদস্যের মেডিকেল টিম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) জোড়া লাগানো অপূর্ণাঙ্গ যমজ শিশুর অস্ত্রোপচার শুরু করেছে।

সোমবার (২০ জুন) সকাল সোয়া ৯টার দিকে অস্ত্রোপচার শুরু হয়।

সেই অস্ত্রোপচার হাসপাতালের মনিটরে সরাসরি সম্প্রচার করে দেখানো হয়। যা দেখতে সংবাদকর্মী এবং রোগী ও স্বজনদের ভিড় লক্ষ্য করা যায়।

যমজ শিশু মোহাম্মদ আলীর মা-বাবা অস্ত্রোপচার রুমের বাইরে বসে অপেক্ষায় থাকতে দেখা যায়।

অস্ত্রোপচার টিমে নেতৃত্ব দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিশু সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. রুহুল আমিন।

তিনি বলেন, চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এ ধরনের শিশুকে ‘কনজেনিটাল প্যারাসাইটিক টুইন বা জোড়া অপূর্ণাঙ্গ যমজ’ বলা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই শিশুর চিকিৎসার সব খরচ বহন করবে।

বিএসএমএমইউ সূত্রে জানা যায়, গত ৭ মার্চ বাগেরহাটের মো. জাকারিয়ার স্ত্রী হীরামনি জোড়া লাগানো যমজ সন্তান জন্ম দেন। দুই শিশুর মধ্যে একটি পূর্ণাঙ্গ অপরটি অপূর্ণাঙ্গ শিশু। অপূর্ণাঙ্গ শিশুটির মাথা, বুক ও দুই হাত নেই। অর্ধেক শরীর নিয়ে পূর্ণাঙ্গ শিশুর সঙ্গে যুক্ত রয়েছে।

নিউজ আগামী/২০.০৬.২০১৬/তা ই মি

ব্রেকিং নিউজঃ
Widget by:Baiozid khan